অবশেষে মুক্তি পেলো প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘সিম্বা’। বছরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া ‘সিম্বা’ ছবিটি বক্স অফিসে রাজত্বের আভাস দিচ্ছে। সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে।
পরিচালক রোহিত শেটির সঙ্গে প্রথমবার জুটি বেধেই বাজিমাত করলেন রণবীর সিং এবং সারা আলী খান। শুক্রবার (২৮ ডিসেম্বর) মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘরে তুলেছে ২০ কোটি ২৭ লাখ ভারতীয় রুপি। এরমধ্য শুধু মুম্বাই থেকেই ‘সিম্বা’র আয় ১২ কোটি রুপি।
সিনেমা সমালোচকরা আশা করছেন ইংরেজি নববর্ষ উপলক্ষে সপ্তাহ জুড়ে রোহিত শেটির সিনেমাটি বক্স অফিসে রাজত্ব করবে। ৩-৪ দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে সিনেমাটি প্রবেশ করবে বলে ধারণা তাদের।
সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। সারা অভিনয় করেছেন তার প্রেমিকার চরিত্রে। অতিথি চরিত্রে আছেন অজয় দেবগণ।
এদিকে চলতি বছর অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাইফকন্যা সারার। ‘সিম্বা’ তার দ্বিতীয় সিনেমা।
-বৈশাখী নিউজ/Boishakhi News
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/