আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার প্রচারণায় বরিশাল চষে বেড়াচ্ছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না।
আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীর আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্থানে জনসংযোগও করছেন তিনি।
এ বিষয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না বলেন, ‘প্রধানমন্ত্রীর বহু স্মৃতি বিজড়িত এ বরিশাল নগরী। আমরা তাঁর কাছে বহু গল্প শুনেছি। তাঁর দীর্ঘ দিনের স্বপ্ন বরিশালকে সুন্দর ও আধুনিকায়ন করে একটি তিলত্তমা নগরী তৈরি করার। তাই তিনি আবুল খায়ের আব্দুল্লাহকে নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন।’
ইসহাক আলী খান পান্না আরও বলেন, ‘আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খোকনকে দিয়েই সম্ভব মডেল বরিশাল তৈরি করার। খোকন একজন জনদক্ষ সংগঠক। তাঁর রক্তে রয়েছে রাজনীতি। আমি বরিশালের সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ করব, আপনারা আপনার ভোটটি নৌকা মার্কায় নিশ্চিত করুন।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/