বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ (রবিবার) সকাল ৮টায় বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে শেখ তন্ময় উপস্থিত সাংবাদিকদের জানান, বাগেরহাট- ২ সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোটারা স্বত:স্ফুতভাবে সকালেই ভোট কেন্দ্রে এসেছে। ভোট কেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইন পড়েছে।
ভোটযুদ্ধে বিজয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শেখ তন্ময় ভোটারদের নির্ভয়ে বিকাল ৪ টার মধ্যে তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান। এসময়ে আওয়ামী লীগের নেতৃর্ববৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি বাগেরহাট পৌরসভাসহ সদর ও কচুয়া উপজেলার প্রতিটি কেন্দ্র পরির্দশনে বের হন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/