আক্কেলপুরে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

আপডেট: May 31, 2023 |

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কৃষকদের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৩১ মে) সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার উপজেলার ১০ জন কৃষকের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন।

আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত সুলতানা ফেরদৌসী, আক্কেলপুর থানা উপ-পরিদর্শক আব্দুল মালেক প্রমুখ।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার কৃষি উৎপাদন বাড়াতে শ্রমিক নির্ভরতা কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছেন।

সেই উদ্যোগের অংশ হিসেবে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন, দশজন কৃষককে ভর্তুকি মূল্যে আধুনিক পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে।

কৃষকদের এসব যন্ত্রপাতি চালানোর ব্যাপারে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

তারা এসব যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিক খরচ সাশ্রয়ের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করবে।

কৃষিকে যান্ত্রিকীকরণ করে শ্রমিক নির্ভরতা কমিয়ে তারা লাভবান হবেন।

Share Now

এই বিভাগের আরও খবর