ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আন্তঃসেশন বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তির আলোয় খুঁজি, জীবনের মুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩১ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের আইন বিভাগে এটি অনুষ্ঠিত হয়।
এসময় ফাইনালে মুখোমুখি হওয়া ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের মধ্যে বিজয়ী হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষ। এতে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল স্পিকার এবং সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেহেনা পারভীন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব চাকলাদার।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোছাঃ সৈয়দা সিদ্দীকা, বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন ও অধ্যাপক ড. মাকসুদা আক্তার।
শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/