দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন। সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টও হেরেছে একেবারে নাজেহাল ভাবে।
এদিকে সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে, নির্বাচনে খালেদা জিয়া ভোট দিতে না পারলেও কারাগারে বসে তিনি ভোটের ফলাফল জেনেছেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সারা দেশে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানার চেষ্টা করেছেন তিনি।
কারাবিধি মোতাবেক খালেদা জিয়া ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় উন্নতমানের খাবারের পাশাপাশি সরকারিভাবে একটি টেলিভিশন পেয়েছেন। তবে ওই টেলিভিশনে তিনি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চ্যানেল দেখার সুযোগ পাবেন। এছাড়া তিনি ৩টি জাতীয় পত্রিকা পান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/