সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পুজা দাস (১৪) নামের এক সংখ্যালঘু যুবতীর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি , পূজা দাস প্রেম ঘঠিত ঘটনায় আত্মহত্যা করেছে। পরিবারের দাবী অসুস্থ্য হয়ে তার মৃত্যু হয়েছে।
মৃত কিশোরী পুজা দাস উপজেলার সায়েস্তা গ্রামের নানার বাড়ি নারায়ণ দাসের বাড়িতে মৃত্যুবরন করলেও তার জন্মস্থান পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন বছর বয়স থেকেই পুজা দাস তার নানা নারায়ণ দাসের বাড়িতে বসবাস করতো।
সে স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রেম ঘটিত ঘটনার জেরে শনিবার( ৩ মে ) দিবাগত রাতে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন- লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করা হয়েছে ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে । ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/