তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ১০০(একশত) বোতল ফেনসিডিল সহ ১ জন মাদক ব্যাবসায়ীকে বুধবার (৭জুন) গ্রেফতার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন, মৃত অনিল দাসের পুত্র বিকাশ দাস (৪১)। তিনি বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন ফকিরবাড়ি গ্রামের বাসিন্দা।
আসামি বিকাশ দাস ফরিদপুরের সদরপুর থানার নয়রশি গ্রামের কুসুম আক্তার, স্বামী-দেলোয়ার হোসেনের বাড়ির ভাড়া থাকেন।
গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের সেকেন্ড অফিসার মো: শফিকুল ইসলাম বৈশাখী নিউজ২৪. নেট কে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ডিবি পুলিশ, ফরিদপুর ভাংগা জোনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ (একশত) বোতল ফেন্সিডিল সহ সদরপুরের নয়রশি কুসুম আক্তারের বাড়ির ভাড়াটিয়া বিকাশ দাসকে রাত ৮:৪০ এর দিকে আটক করা হয়।
তিনি সদরপুর ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যাবসা করে আসছেন।
উক্ত বিষয়ে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/