তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে শনিবার (১০ জুন) দুপুরে কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে মধুখালি থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাঝকান্দি এলাকা হতে পাচার করার উদ্দেশ্যে ৬টি সোনার বারসহ পাচারকারী দুজনকে আটক করেন। উদ্ধারকৃত ০৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে তিনশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় টাকা ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী একটি মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/