শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর গোকুল ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে ১১ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ বাপ্পি শেখ(২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে "৪ আর্মড পুলিশ ব্যাটসলিয়ন( এপিবিএন)।
রোববার (১১ জুন) সকাল সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর পরিচালনা করে ১১ বোতল ফেন্সিডিল ও একটি SUZUKI GIXXER-160-CC মোটরসাইকেল সহ বাপ্পিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাপ্পি শেখ বগুড়া জেলা সদর ইউনিয়নের ছোটকুমড়া উত্তরপাড়া গ্রামের মোঃ শামছুল শেখ এর ছেলে।
" ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাপ্পি শেখের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/