তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালে তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়
এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ডেপুটি সিভিল সার্জন শাহ মুহাম্মদ বদরুদ্দোজা। অনুষ্ঠানের মূল প্রতিবেদন উত্থাপন করেন মাহফুজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস। এ সময় ফরিদপুর প্রেসক্লাব এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয় আগামী ১৮ জুন ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ এদিন ফরিদপুর জেলার মোট ২০৭৮ টি টিকা দেন কেন্দ্র ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এতে আরো জানানো হয় জেলার মোট জনসংখ্যা ২২৯০৮৬২, মোট ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪৫০০০ ১২ থেকে ৫৯ মাস শিশু বয়সী শিশুর সংখ্যা ২৬৪৫০৩ মোট উপজেলা নয়টি, মোট পৌরসভা ছয়টি এবং মোট ইউনিয়ন ৮১ টি, ওয়ার্ডের সংখ্যা ২০৪৩ টি।
এ কাজে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবির সংখ্যা ২৮৬৩ জন, জেলা পর্যায়ে তদারকি টিমের সংখ্যা ৯টি, প্রথম শ্রেণীর সুপারভাইজার সংখ্যা ৩০৬ টি, দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার সংখ্যা ৬৪ জন দায়িত্ব পালন করবেন।
এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
কর্মশালায় এ কার্যক্রম সফল করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/