এম.এ.জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ২১ বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামী জয়মুদ্দিন জদ্দিরকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১২ জুন) আনুমানিক দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আব্বাস উদ্দীন এক জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। ফাঁসির আসামি জয়মুদ্দিন জেলার আক্কেলপুর উপজেলার বাড়ইল গ্রামের মৃত কোকরা সাখিদার এর ছেলে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ আগস্ট সকালে আক্কেলপুর উপজেলার বাড়ইল গ্রামের জয়মুদ্দিন জদ্দি পারিবারিক কলহের জেরে তার স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যা করে বাড়ির পাশের পুকুরে মরদেহ গোপন করে।আনোয়ারাকে তার মেয়ে খুঁজে না পেয়ে তার মামা আ: রহমানকে সংবাদ দেয়।খোঁজা-খুঁজির এক পর্যায়ে আনোয়ারার মরদেহ পুকুরে ভাসমান দেখে সেখান থেকে উদ্ধার করা হয়।আনোয়ারার ভাই আ: রহমান তার ভগ্নীপতি জয়মুদ্দিনকে আসামি করে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বৈশাখী নিউজকে এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।পরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির-৩০২ ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ আদালত।তবে আসামি পলাতক রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/