তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ছয় দিন ব্যাপী প্রথমা বইমেলা শুরু হয়েছে সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বই মেলাটি চলবে ১২ জুন থেকে ১৭ জুন, সকাল ১১টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত।
ফরিদপুর প্রেস ক্লাব এর সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু সংগঠন ফূলকির সভাপতি অঞ্জলি বালা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর মুসলিম মিশরের সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান, সারদা সুন্দরী মহিলা কলেজের কাজি গোলাম মোস্তফা প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, এফ ডি এর পরিচালক আজহারুল ইসলাম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক।
সভায় বক্তারা বইমেলার সফলতা কামনা করেন । এবং নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করতে সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/