মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে জিএমপি কমিশনারের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম, বিপিএম, পিপিএম (বার)।
গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ, নাগরীকদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূলের উর্ধ্বগতি ও ব্যবসায়ীগণের সমসাময়িক সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায়,যানজট এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির ওপর গুরুত্বারোপ করেন কমিশনার বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলাসহ যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রতিনিধিগন, গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চৌরাস্তা কাঁচামাল আরৎ গ্রুপের সভাপতি আব্দুস সোবাহানসহ মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/