ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোর এক যোগে ১৩৮৮ টি কেন্দ্রে দুই লাখ ৪৮ হাজার ৫৯৫জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে ।
আনুষ্ঠানিকভাবে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নাটোর সদর উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিটামিন এ ক্যাপসল খাওয়ানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভুঞা ও জেলা সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান।
জেলা সিভিল সার্জন জানান, নাটোর জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
জেলার ৫২ ইউনিয়নে ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত ছিলেন ।
নাটোর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সারমিনা ছাত্তার, পৌর মেয়র উমা চৌধুরি জলি, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/