এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ দিনের ছুটি শুরু হচ্ছে। আগামী ২৫ জুন (রবিবার) থেকে এ ছুটি শুরু হয়ে শেষে হবে আগামী ৬ জুলাই।
সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।
তিনি বলেন, 'পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
৬ জুন ছুটি শেষ হলেও তারপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।'
এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল ভৌমিক বলেন, 'হলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। তবে আমরা একটা মিটিং করে দ্রুতই সিদ্ধান্ত নিবো।'
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/