জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার শকুনা চারমাথা এলাকায় মঙ্গলবার (২০ জুন) সকালে ট্রাকের ধাক্কায় আমিরুল (৩২) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
নিহত আমিরুলের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাতে বলে জানা গেছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরের দিকে পুরানাপৈল বাইপাস শুকনা চারমাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয়।
খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় নিহত আমিরুলের ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
নিহত আমিরুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/