পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে দেশের সবচাইতে প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, রেলি,আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকি পালন করে সংগঠনটি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, মৃধা মোঃ মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী হাওলাদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খসরু, মনিরুজ্জামান সিকদার,সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন, ইন্দুরকানীর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ হাওলাদার,বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মহসীন হাওলাদার,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী, ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/