শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ ইউনুস আলী মন্ডল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷
রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইউনুস আলী মন্ডল বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বি সোনার পাড়া গ্রামের আব্দুল গফুর মন্ডল মন্ডলের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, শনিবার রাতে উপজেলার সুদিন পশ্চিমপাড়া গ্রামের সন্ন্যাসতলী মন্দিরের সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে৷ ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ইউনুসকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনি মামলা রুজু পূর্বক আজ রোববার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/