সোহরাব হোসেন,সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে এনআরকে অটো রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা ও ৩৫ কেজি প্লাষ্টিকের ব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত ।
সোমবার (২৬ জুন) সকালে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া বাজার সংলগ্ন ওই রাইস মিলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড ও প্লাষ্টিকের ব্যাগ জব্দ করেন।
সহকারি কমিশনার আব্দুল কাইয়ূম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এনআরকে অটো রাইস মিলে অভিযান চালানো হয়।
এসময় ওই মিলে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও প্লাষ্টিকের ব্যাগ জব্দ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/