রাজধানীতে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি দুই সিটির

আপডেট: June 30, 2023 |

সাড়ে ১১ ঘণ্টার মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার ২ে৯ জুন) মধ্যরাতে ডিএসসিসির মুখপাত্র আবু নাসের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে সর্বশেষ ৩৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে।

এর আগে দুপুর ২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। অর্থাৎ সাড়ে ১১ ঘণ্টায় প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়।

বৃহস্পতিবার সকালে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার কথা জানান।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসের বলেন, ঈদের দিন ঢাকায় মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে যায়। বেশ কিছু এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করতে আনা হয় ভারী যন্ত্রপাতি। পরিচ্ছন্নকর্মীদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছে দক্ষিণ সিটি।

তবে দক্ষিণ সিটির চেয়ে বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দুপুর থেকেই বিভিন্ন এলাকায় গিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম তদারকি করেন খোদ মেয়র মো. আতিকুল ইসলাম।

এরপর রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, নির্ধারিত ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে শতভাগ বর্জ্য।

Share Now

এই বিভাগের আরও খবর