ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় মো: আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কর্তারহাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ আব্দুল খালেক।
এ সময় চরফ্যাশনগামী একটি বাস ওই বৃদ্ধকে চাপা দিলে সে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা একজন পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি বৃদ্ধ খালেককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ঘটনার পর পরই বাস রেখে এর চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। ঘাতক বাসটি থানা হেফাজতে আনার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/