শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হযেছে।
রোববার (০২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি সান্তাহার পৌর শহরের পুরাতন মাছ বাজার এলাকায় সানফ্লাওয়ার ক্লাব নামক স্হানে অভিযান পরিচালনা ১২ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদ ঘর মহল্লার মৃত নিজাম খানের ছেলে জামাল খান (৪৫), মৃত বাবু সাকিদারের ছেলে রানা সাকিদার (৩৮), চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫), গণি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫), নাজিম উদ্দিনের ছেলে জাহেদ খান (৩৩), মৃত আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২), মোঃ মহসিনের ছেলে মোঃ উজ্জল (৩২), এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫), আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫), মৃত হাদেস সরদারের ছেলে খলিল সরদার (৩৮), মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮), মোঃ কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সান্তাহার পৌর শহরের পুরাতন মাছ বাজার এলাকায় সানফ্লাওয়ার ক্লাব নামক স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এসময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামাল দিয়ে আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/