শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান পরিচালনা করে চার ক্লিনিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
০৪ জুলাই(মঙ্গলবার) দুপুরে বগুড়া জেলার নন্দীগ্রাম পৌর এলাকায় বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী করিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় তিনি ফাতেমা ক্লিনিকে ৫০ ( পঞ্চম) হাজার,রোকেয়া জেনারেল হসপিটালে ৩০ (ত্রিশ) হাজার,নিউ মডেল ক্লিনিকে ৩০(ত্রিশ) হাজার ও হেলথ কেয়ার ক্লিনিকে ১০ (দশ) হাজারসহ মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিতি ছিলেন, মেডিকেল এক্সপার্ট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন,থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/