মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ীতে ট্রাক চাপায় মোহাম্মদ হোসেন আলী (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে ।
আহত হয়েছে আরও এক নারী পথচারী ।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর আড়াইটা সময় ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশে আঞ্জুমান জিএনজি ও ফিলিং ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
জামেলা খাতুন (৫৫) নামে আরো একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারা উভয়ে স্বামী স্ত্রী বলে ধারনা স্থানীয়দের ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশে আঞ্জুমান জিএনজি ও ফিলিং ষ্টেশনের সামনে মহাসড়ক পারাপারের সময় গাজীপুর থেকে টাঙ্গাইল গামী লবণ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই মারা যায় ।
তার স্ত্রী জামেলা খাতুন গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যান ।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে ।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, এঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে ।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গুরুতর আহত অবস্থায় নারী পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/