এম.এ.জলিল রানা,জয়পুরহাট: ঈদ-উল আযহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হলে জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননার কারণে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়,সুতরাং এর উপর তীব্র নিন্দা জানিয়ে সুইডেনের পণ্য বয়কটের দাবি জানিয়েছেন তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বাজার বড় মসজিদের সভাপতি মাহমুদুল হক,খতিব হযরত মাওলানা মোঃ সাইদুর রহমান, মোঃ আজিজুর রহমান, হাফেজ মোঃ মোস্তাকিম আলমসহ জনতা।
বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাটার মোড় পূর্ব বাজার বড় মসজিদে এসে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/