শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জসিম (৪০) নামের এক রাজমিস্ত্রীকে ছুরিঘাতে হত্যা করেছে দুর্বৃত্ত।
শনিবার (০৮ জুলাই) বেলা ১১টার দিকে বগুড়া জেলা শহরের চকলোকমান দোতালা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত জসিম বগুড়া জেলা শহরের চকলোমান এলাকার রুহুল আমিনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া বনানী ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ আলী আশরাফ।
স্হানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক আলী আশরাফ জানান,চকলোমান এলাকার এক ঢ়ুবকের সাথে নিহত জসিমের গতকাল (০৭ জুলাই) ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়।
ওই ঘটনায় আজ শনিবার জসিমকে দেখার পর প্রথমে তার সঙ্গে বাকবিতন্ডায় জরিয়ে পড়ে ওই যুবক।
এর এক পর্যায়ে তার নিকট থেকা ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্হানীয়রা রক্তাক্ত অবস্থায় অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান,এঘটনায় জড়িত আসামি শনাক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে আসামিকে গ্রেফতার করতে মাঠে কাজ করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/