শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া বগুড়া জেলা শহরের সাতমাথা( জিরোপয়েন্ট) থেকে তিন মাথা পর্যন্ত সড়ক অবরোধ করে ঘন্টাব্যপী বিক্ষোভ করে অটোরিক্সরা চালকেরা।এতে করে সাধারণ পথযাত্রীরা নাজেহাল অবস্থা মধ্যে আটকে থাকতে হয়েছে।
জানা গেছে, রোববার সকাল শহরের সাতমাথা থেকে অবৈভাবে পাকিং করে রাখার অপরাধে ৫ টি সিএনজি চালিত অটোরিক্সার চালককে মামলা দিয়ে সিএনজিগুলো আটক করে।
এই মামলা দেওয়ার প্রতিবাদে দুপুর সোয়া ১ টা থেকে পৌণে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় সিএনজি চালিত অটোরিক্সার চালকেরা।
এতে করে প্রায় এক সহস্রাধিক জনগণ রাস্তায় আটকা পড়ে। তীব্র এই গরমে তাদের অবস্থা নাজেহাল।
পরে মামলা তুলে নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ছেড়ে দেওয়ার আশ্বাসে অনরোধ নেন সিএনজির চালকেরা।
অবরোধকারী সিএনজি চালিত অটোরিক্সার চালক আব্দুর রহিম জানান, আমাদের সিএনজি ধরে মামলা দিয়েছে।
রেলগেট, তিনমাথা, চারমাথা সব জায়গাতেই গাড়ি ধরে ১০ হাজার টাকার মামলা দিচ্ছে। একদিনে আমরা গাড়ি চালিয়ে পাঁচশো টাকা ইনকাম করি। এতো টাকা জরিমানা দিব কীভাবে।
অবরোধকারি আরো একজন সিএনজি চালক জানান,টাকা দিলেই ক্লিয়ার। টাকা না দিলে আমাদের জরিমানা করেন।
এবিষয়ে বগুড়া মোটর শ্রমিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু জানান, টিআই সাহেব ৫টি সিএনজি চালক অটোরিক্সা আটক করে মামলা দেয়।
এ বিষয়েটি নিয়ে ড্রাইভাররা অসন্তুষ্ট হয়ে সড়ক অবরোধ করে।
সিএনজি কখনো রাস্তায় মাঝখানে রাখা হয় না। অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা হয়েছ।
তিনি মামলা দিবেন না,সন্ধ্যায় গিয়ে গাড়ি নিয়ে আসতে বলেছে।তার পরেই অবরোধ তুলে নেয়া হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/