শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় দুই কোড স্টোরেজে অভিযান পরিচালনা করে ২০ (বিশ) হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে বগুড়ার ওই দুই কোল্ড স্টোরেজের দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্তব্যরত বিচারক জানান,সরকার নির্ধারিত মূল্যেরে চেয়ে অধিক দামে আলু বিক্রি করার সংবাদ পেলে জেলা প্রশাসক বগুড়া বিষয়টি গভীরভাবে পর্যাবেক্ষণ করেন এবং ভোক্তার ন্যায্য আলু কেনার বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।
সেই পেক্ষিতে বগুড়া সদরের এরুলিয়ায় কাফেলা কোল্ড স্টোরেজ এলাকায় মেসার্স রুবেল ট্রেডাস কে ৮০০০ টাকা ও শাহ বাণিজ্যলয় কে ১২০০০ টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে,জেলা প্রশাসক কার্যালয়ের জে এম শাখার সহকারী করিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) আতাহার শাকিল জানান,আলুর মূল্য বৃদ্ধিতে নিয়মিত অভিযানের অংশা হিসাবে আমরা অভিযান পরিচালনা করেছি।
কৃষি বিপণন লাইসেন্স না থাকায় ওই দুই ব্যবসায়ীর ৮ হাজার ও ১২ হাজার সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী ও কৃষি বিপণন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/