সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মালবাহী পিকআপ খাদে পড়ে হৃদয়(১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত হয়েছেন আরো ৪ শ্রমিক। নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। আহত অন্য ৪ শ্রমিক একই এলাকার -আছির উদ্দিন(৩০), লিমন(২১), বিপ্লব(২০) ও আশরাফুল(৩৪)।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিউবওয়েল স্থাপনের মালামাল নিয়ে পিকআপযোগে শ্রমিকরা চর লক্ষীপুরের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে সাঈদের বাড়ির সামনে পিকআপটি অটোরিক্সাকে ওভারটেক করার সময় চাকা পিছলে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। অপর ৪ জন গুরুতর আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহত হৃদয়ের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/