গোপালগঞ্জে নিখোঁজের ১১ দিন পর ইজিবাইক চালক অবিনাশ পোদ্দার (৩৫) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের তুতবাটি এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে ওই এলাকায় রাস্তার পাশে একটি খাদের পানির কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মরদেহটি নিখোঁজ ইজিবাইক চালক অবিনাশের।
ধারণা করা হচ্ছে- তাকে হত্যার পরে মরদেহটি ওই খাদের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে চলে গেছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/