ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে শেরকোল ইউনিয়নে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঞা, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।
এ সময় সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন রাজশাহী বিভাগীয় কমিশনার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/