সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আওলাদ হোসেন(৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা সাদেক আলী(৩৫) নামের অপরজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার(১৫ জুলাই)বিকেল পৌনে ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত-আওলাদ হোসেন সদর থানার ভাঙ্গাবাড়িয়া-বালিরটেক এলাকার হাকিম বেপারির পুত্র । আহত সাদেক আলী সদর থানার বালিবন গ্রামের জনাব আলীর পুত্র ।
নিহতের ছোট ভাই আল আমিন জানান,আওলাদ হোসেন নিজ বাড়ি থেকে শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে সাভারস্থ হেমায়েতপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু ও অপরজন গুরুতর আহত হন।
আহত সাদেককে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানার এস আই মো.সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/