ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: সৌদি আরবের মদিনার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন।
এদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর এলাকার ওবাইদুল হক (৩৩) রয়েছেন। এ ঘটনার পর শনিবার তার বাড়িতে গেলে শোকের মাতম দেখা যায়।
শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে।
এতে ৯ জন কর্মী মারা যান। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।
নলডঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওবাইদুল হক নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সংসারে সচ্ছলতা ফেরাতে ওবাইদুল হক (৩৩) পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে।
কোরবানির ঈদের দিন তার ভাগ্নিসহ পরিবারের লোকজনের সাথে কথা হয়। সর্বশেষ গত তিন দিন আগেও কথা হয়।
এ ঘটনার পর থেকে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় পরিবার। পরে শনিবার সকালে ওবাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর পান পরিবার।
খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, গত ২০১৯ সালে তিনি সৌদি আরবে যান। সর্বশেষ তিনদিন আগে পরিবারের সদস্যদের সাথে তার কথা হয়। তার মরদেহ নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন।
পরিবারের সদস্যরা মরদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/