ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে।
১৭ হাজারের বেশি ভোটার থাকা কেন্দ্রটিতে আশানুরূপ ভোটার উপস্থিত হয়নি। তবে ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ নেই।
ভোটারদেরও কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না বলে জানিয়েছে সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের পর্যবেক্ষক দল।
আজ সোমবার (১৭ জুলাই) কেন্দ্রটি পরিদর্শন শেষে এসব কথা বলেন সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবিদ আলী।
তিনি বলেন, আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ করিনি। যেটা আশা করেছিলাম সেই অনুপাতে হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
কেউ কোনো অভিযোগ করেনি। কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।
এই পর্যবেক্ষক বলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকেও কোনো ধরনের অভিযোগ পাইনি।
কোনো প্রার্থী এজেন্টকে ভয়ভীতি দেখানো হয়নি বলে আমাদের তারা জানিয়েছেন।
ঢাকার অভিজাত এলাকার এই আসনটিতে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেলে চারটা পর্যন্ত। তবে সকাল থেকেই ভোটারদের সাড়া কম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/