এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এতে আগামী ২৭ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম ও চারজন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
তফসিল সূত্রে জানা যায়, আগামী ২৭ জুলাই সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে ১৮ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা ও খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সম্পর্কে আপত্তি এবং আপত্তি ও নিষ্পত্তিপূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ১৯ জুলাই অফিসার্স এসোসিয়েশন কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও ২০ জুলাই মনোনয়ন পত্র জমাদান করতে হবে।
মনোনয়ন পত্র বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা, বাতিলকৃত মনোনয়নপত্র সম্পর্কে আপত্তি গ্রহন এবং নিষ্পত্তি শেষে সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ জুলাই।
প্রার্থী প্রত্যাহরের শেষ সময় ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৪ জুলাই ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদের ৯ টি পদে ১৫ জন নির্বাচিত হবেন। এর মধ্যে সভাপতি ১ জন, সহ সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক ১ জন, কার্যকরী সদস্য ১ জন।
বিভিন্ন পদে জন্য নির্বাচনী মনোনয়নপত্রের মূল্যমান ভিন্ন। সভাপতি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ৪৫০০ টাকা, সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ৪০০০ টাকা, সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্রের মূল্য ৪০০০ টাকা, যুগ্ম সম্পাদক পদের মনোনয়নপত্রের মূল্য ২৫০০ টাকা, কোষাধ্যক্ষ পদের মনোনয়নপত্রের মূল্য ২৫০০ টাকা, সাংগঠনিক সম্পাদক পদের মনোনয়ন পত্রের মূল্য ২০০০ টাকা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের মনোনয়নপত্রের মূল্য ২০০০ টাকা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদের মনোনয়নপত্রের মূল্য ২০০০ টাকা এবং কার্যকরী সদস্য পদের মনোনয়নপত্রের মূল্য ১৫০০ টাকা।
প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে প্যানেল ভিত্তিক ৫০০০ ও স্বতন্ত্র ১০০০ টাকা করে জমা দিতে হবে যা পরে ফেরত দেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/