বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কড়াইতলা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার বোঝাই ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে অভিযান চালিয়ে জাঁটকা উদ্ধারকালে ট্রলারের মাঝিমাল্লারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি কোস্টগার্ড।
বরিশাল কোস্টগার্ডের কর্মকর্তা রেজাউল করিম জানান, ভোলা থেকে ট্রলারযোগে বিপুল পরিমাণ জাটকা বরিশালের পোর্টরোড মৎস্য আড়তে নেওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল কড়াইতলা নদীতে অবস্থান নেয়। দুপুরে তারা একটি সন্দেহভাজন ট্রলার থামার নির্দেশ দিলে ওই ট্রলারের মাঝিমাল্লারা নদীতে ঝঁপিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ওই ট্রলার থেকে ১ হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়।
ট্রলারটি বরিশালের ডিসিঘাটে নিয়ে এসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাটকাগুলো বিভিন্ন এতিমখানাসহ অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/