তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলিপুর ব্রিজ সংলগ্ন রাস্তার উপর থেকে আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭ টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩) নামে একজনের মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
প্রান্ত মিত্র শহরের ওয়ারলেস পাড়ায় পিতা মাতার সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। তার পিতার নাম বিকাশ মিত্র।
তার পরিবার জানায়, বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি প্রান্ত।
তার বাবা শহরের দীপ শিখা স্কুলে শিক্ষকতা করার সুবাদে দীর্ঘদিন ফরিদপুর শহরে বসবাস করছেন তারা। বিকাশ মিত্র এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ের বিয়ে হয়ে গেছে। প্রান্ত বাবা মায়ের সাথে থাকতেন।
তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাচুরিয়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলে, তার বোনের সিজার অপারেশন করতে হবে, রক্ত লাগবে।
রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হয়। ভোর হতে চললেও প্রান্ত বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পরে যায় পরিবারের সদস্যরা।
মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর শুনে আলীপুর ব্রিজের কাছে ছুটে আসে পরিবারের সদস্যরা।
কোতয়ালী থানা পুলিশের এস আই মো: শামিম হোসেন জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কলেজ ছাত্রর মরদেহ উদ্ধার করি। মরদেহ থানায় রাখা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।
উদ্বারকৃত লাশের শরীরে ধারালো অস্ত্রের একটা আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে লাশের ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। কে বা কারা হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/