ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের নানা আয়োজনে উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্্যালি বের করা হয় র্্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর কৃষি কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন সফল করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীসহ সকলের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
এ সময় মৎস্য কর্মকর্তা ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম উপস্থিত সকলের সম্মুখে তুলে ধরেন। ও মা মাছ পোনামাছ শিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়ার কোথাও উল্লেখ করেন এই কর্মকর্তা।
তিনি বলেন মাছ আমাদের জাতীয় সম্পদ। প্রতি বছর সরকার মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। তাই এই মৎস্য সম্পদকে আমাদের আরও সমৃদ্ধি করতে হবে। তাই মা মাছ, মাছের পোনা না ধরতে সকলে সচেতন থাকবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা সহ বক্তারা বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যেকটা নাগরিক কে স্মার্ট হতে হবে এবং মা মাছ পোনা মাছ ধরতে বিরত থাকা সহ কারেন্ট জাল চায়না জাল জোয়ার জাল ব্যবহার না করার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাছ চাষী, সাংবাদিক ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তাদের মাঝে ক্রেস প্রদান করা হয়
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/