শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধনুট উপজেলায় সিসি ক্যামের লাগিয়ে সেই সময়ের মাদক ব্যবসা পরিচালনাকারী শীর্ষ মাদক ব্যবসায়ী ইউসুফ আলী(৩৮) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন(৩০) কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) গ্রেফতারকৃত ওই দুই আসামীকে বগুড়ার ধনুট থানা হাজত থেকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে (২৫ জুলাই) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধনুট থানা পুলিশের একটি চৌকস দল তাদেরকে থাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্তরা হলেন- বগুড়া ধনুট সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মৃত-সবুর উদ্দিন সরকারের ছেলে ইউসুফ,আলী ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
থানা পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, এক সময় সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে ধরা পড়ায় সেই সময় খুব আলোচিত হয়েছিল শীর্ষ মাদক ব্যবসায়ী ইউসুফ আলী।
দীর্ঘ সময় ইউসুফ আলী ও তার স্ত্রী সাবিনা মাদক ব্যবসা পরিচালনাকালে তাদের বিরুদ্ধে প্রায় ১৭ টির মতো মাদক মামলা হয়।
ওই সব মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারির পর থেকেই ইউসুফ ও তার স্ত্রী লাপাত্তা হয়ে যায়।
গত মঙ্গলবার (২৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধনুট থানার এসআই আব্দুল কুদ্দুস ও এসআই আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ইউসুফ আলী ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করে।
এ বিষয় ধনুট থানার এসআই আব্দুল আজিজ জানান,শীর্ষ মাদক ব্যবসায়ী ইউসুফ আলীর বিরুদ্ধে ৬ টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
তন্মধ্যে একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ২ (দুই) বছরের সাজা প্রদান করেন।
অপর দিকে ইউসুফ আলীর স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে একটি মামলায় আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেন।
কিন্তু এরপর থেকেই তার স্বামী- স্ত্রী পালাতক ছিল।
মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর আজ বুধবার বগুড়ার আদালত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/