তিনি আরও জানান, এরপর আরও এক যুবক আমার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে বলেন, আমরা খারাপ লোক, আপনার কাছে নিশ্চয় টাকা আছে। আপনি আমাদের পাঁচ হাজার টাকা দিন। তখন আমি বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। এখন ক্লাবে যাচ্ছি। এ কথা শুনেই তারা পালিয়ে যায়।
বিষয়টি এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আগামীকাল প্রোক্টরের কাছে লিখিতভাবে এবং থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।
শেখ হাফিজুর রহমান বলেন, আমাকে যেই রাস্তায় ছিনতাইকারী ধরেছিল সেখানে যথেষ্ট আলো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এবং পরিষ্কার আলোতে সন্ধ্যাবেলা এমন ঘটনা খুবই উদ্বেগজনক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/