ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম স্বেচ্ছাসেবী ও সামজিক সংগঠন তারুণ্য'র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ এই দিন পালন করেন সংগঠনের সদস্যরা।
শনিবার (২৯ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে মারুফ হোসেনের সভাপতিত্বে আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত মাশরাফী প্রত্যয়, উপদেষ্টা ও সহকারী প্রক্টর প্রভাষক ইয়ামিন মাসুমসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা।
বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলো শৈলকুপাস্থ পদমদী প্রতিবন্ধী এতিমখানা ও হেফ্জখানার শিক্ষার্থীরা।
সুবিধাবঞ্চিত এসব শিশুদের নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটা হয় এবং সবার মাঝে তা বিতরণ করা হয়।
এছাড়াও শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলা সহ দুপুরের খাবারের আয়োজন করা হয়। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এতিম খানার শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপদেষ্টা প্রভাষক ইয়ামিন মাসুম বলেন, উপস্থিত শিশুরা এখন থেকেই তোমাদের স্বপ্ন দেখতে হবে।
প্রতিবন্ধকতা দূর করে যেনো তোমরা অনেক বড় হতে পারো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যেও তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় সংগঠনের সভাপতি মারুফ হোসেন বলেন, প্রতিটি প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে তারুণ্য কাজ করে যাচ্ছে।
এবছরও আমরা এই আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগ করে নিয়েছি। আশা করছি তারুণ্য তার লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকবে।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত 'অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য' প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে তারুণ্য যা একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন।
বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্বে দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/