মাছুদ পারভেজ, গাজীপুর:গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে ৩ জন নিহত হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা ধোনু মিয়া ছেলে সুবজ (৫০) ও আকন্দ মিয়ার ছেলে সুলতানা (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তারা।
প্রতিদিনের মতো শনিবারও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এসময় একটি বাড়ির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/