সেন্টমার্টিন্সে কোস্টগার্ডের অভিযানে ২০৮ ক্যান বিয়ার এবং ৩৭৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
রবিবার (৩০ জুলাই ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স ছেড়াদ্বীপ এলাকা দিয়ে কক্সবাজারে মাদকদ্রব্য পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রবিবার ৩০ জুলাই ২০২৩ আনুমানিক রাত ১২৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক সময় রাত ০১০০ ঘটিকায় ছেড়াদ্বীপ কেয়াবন এর মধ্যে পাচারের উদ্দেশ্যে লুকায়িত অবস্থায় ৩০ টি বাদামী রং এর পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক ৩০ টি বস্তা তল্লাশি করে ৩৭৫ বোতল বিদেশী মদ ও ২০৮ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভর হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/