ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে মৎস্যজীবীদের কাছে পরিবেশ বান্ধব মাছ বাজার হস্তান্তর করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা।
রবিবার (৩০ জুলাই) গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী প্রধান অতিথি হিসাবে টিএমএসএস-এর পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের আওতাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে সংস্কার করা মাছ বাজার হস্তান্তর করা হয়।
প্রজেক্টের নাটোর ডোমেইন প্রধান মো. শাহীন মিয়ার সভাপতিত্বে মাছ বাজার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খাঁন ও যুগ্ম পরিচালক মো. রেজাউল করিম ও সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস প্রমূখ।
নতুন বাজার উপহার দেওয়ায় সকল মংশস্যজীবীদের পক্ষে চাঁচকৈড় বাজার মৎস্যজীবী কমিটির সভাপতি জীবন হলদার টিএমএসএস’র প্রধান অধ্যাপক হোসনে আরা ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/