রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা আ’লীগের আয়োজনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আ’লীগের অঙ্গ-সংঘঠনের সকল নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগদান করে প্রতিবাদ জোড়াল করেছে।
ওই সময় উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, ছাত্রলীগ’ যুবলীগ, স্বোচ্ছালীগ এবং যুব মহিলা লীগ উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে চারঘাটে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তায় একটি পথ সভা অনুষ্ঠিত হয়।
ওই সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার, সম্পাদক রায়হানুল হক রানা, যুবলীগ সম্পাদক নাজমুল হক, স্বেচ্ছাসেবক লীগ মনিমুল ইসলাম, পৌর আ’লীগ সম্পাদক ও পৌর মেয়র একরামুল হক বক্তব্য দেন।
বিশেষ বক্তব্য দেন আ’লীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নকে বাধাঁগ্রস্থ্য করে যাচ্ছে বিএনপি।
সম্প্রতী দেশের রাজধানীতে বিএনপি কর্তৃক সংঘটিত অগ্নিসন্ত্রাস, ভাংচুরসহ নৈরাজ্যের বরবরতা ৭১কে হার মানিয়েছে।
বর্তমান আ’লীগ সরকারের হাতকে আরো শক্তিশালী করতে চারঘাট উপজেলার আ’লীগের সকল সংঘঠন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ওই সময় অন্য কোন দল নৈরাজ্য সৃািষ্ট করলে তাদেরকে উপযুক্ত জবাব দিবে আ’লীগ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/