সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির আগুন-সন্ত্রাসের একাল-সেকাল তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার (৩০ জুলাই) ফেসবুকে ‘বিএনপির আগুন-সন্ত্রাসের একাল-সেকাল!’ শিরোনামে ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ওই ভিডিওতে ২০১৩-২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা হরতালের নামে যেভাবে গাড়ি ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করেছিল সেই চিত্র তুলে ধরা হয়।
পাশাপাশি তুলে ধরা হয়, ২০২৩ সালের গত ২৯ জুলাই রাজধানীতে ঘটে যাওয়া বাসে অগ্নিসংযোগের চিত্র।
ওই ভিডিওর ক্যাপশনে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই সন্ত্রাসী কাজে নিয়োজিত হলো বিএনপির নেতাকর্মীরা। আসুন দেখে আসি তাদের গণতন্ত্র রক্ষার নামে সহিংস তাণ্ডব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/