মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে তার অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।
এরপরে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কালী পদ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/