মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টেপড়ে,এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে কারের ভেতরে থাকা ৫ যাত্রী।
শনিবার (৫ আগস্ট) সকাল আনুমানিক ১০টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে ১১টায় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এক প্রতক্ষ্যদর্শী জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে হঠাৎ একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারে চাপা দেয়।
এ সময় ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে পাঁচজনকে জীবিত উদ্ধার করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/