জেনে নিন রবিবারের রাশিফল
আপডেট: August 6, 2023
|


কুম্ভ: নিজে ভাল থাকলে সব ভাল থাকবে। আদর্শ দিন, নিজের দাম বাড়িয়ে তুলতে হবে। আবেগ নিয়ন্ত্রণে কষ্ট হবে। চারপাশের মানুষের প্রতি সদয় হন, অন্যকে জোর করবেন না। আজকে বিবাহিত জীবনে অনেক কিছু মিটমাট হবে। ক্লান্তি দুর করুন।
মীন: আজকে অন্যের কথায় কান দেবেন না। দীর্ঘমেয়াদি ভিত্তিতে লাভ পাবেন। অত্যধিক শক্তি এবং উদ্যম থাকবে। ফলাফল আপনার পক্ষেই আসবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পরীক্ষা করুন। প্রতি দিক বিবেচনা করতে হবে। কর্মক্ষেত্র আজ আপনার পক্ষে।